
.
কাঙ্ক্ষিত score তুলতে না পারার কারণে
মনে করুন, আপনার দরকার প্রত্যেক module এ 6.0 করে, আর overall band score 6.5. কিন্তু কোন একটা module এ খারাপ score আসার কারণে আপনাকে বার বার exam দিতে হচ্ছে। অথবা, আপনার প্রয়োজন CLB 9, অর্থাৎ Listening এ 8 এবং বাকি সব module এ 7। কিন্তু কোন একটা module এ কম score করছেন এবং বার বার ২২,৫০০ টাকা registration fee দিয়ে IELTS exam দিয়ে
Proper preparation না নেবার কারণে–
আপনি হয়ত কোন একটা প্রতিষ্ঠানে IELTS course এ ভর্তি হয়েও ঠিকমত practice না করে, এমনকি Cambridge 13-18 ও official guide solve না করেই পরীক্ষা দিয়ে ফেলছেন। পূর্ণাঙ্গ preparation না নিলে ভাল score পাওয়া যায় না। কোচদের কথা না শুনে player দের কথা শুনলেও কিন্তু স্কোর কম আসে। যার basic English skill অনেক ভাল, সে হয়তো কিছু Facebook গ্রুপের উপদেশ আর suggestion follow করে IELTS exam দিয়ে ভালো score করে ফেললো। কিন্তু যার basic তূলনামূলকভাবে দুর্বল, সেও একই উপদেশ শুনে 5.0/5.5 এর বেশি score পেলো না। সবারই কি একরকম language skill থাকে? একজন যোগ্য কোচ জানে কাকে কিভাবে train করতে হয়।
সপ্তাহে কয় ঘণ্টা সময় দিতে হয় prepare করার জন্য?
উত্তর: আপনার skill level অনুযায়ী কাঙ্ক্ষিত score পাওয়ার জন্য প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন ২ ঘণ্টা করে পড়তে হবে আপনাকে। প্রতিদিন কিন্তু। On average, একজন মানুষের practice এর অভ্যাস তৈরি হতেই কমপক্ষে ২১ দিন সময় লাগে। আপনি এইভাবে প্রতিদিন ২ ঘণ্টা করে পড়বেন টানা ২০০ দিন। এছাড়া তো আপনি complete preparation course এ ক্লাস পাবেন ৩০+৩০=৬০টি, ১০০ এর বেশি language club, শত শত activity। ২০০ দিনের প্রতিদিন ২ ঘণ্টা করে আপনি কি কি পড়বেন, সেই পরিকল্পনাও আমরা তৈরি করে দেব।
IELTS কোর্স করতে অনেকে না করছে, কিছু বই আর Facebook গ্রুপ ফলো করতে বলছে, আর বলছে YouTube ভিডিও দেখতে। কি করব?
করে দেখতে পারেন তাতে কাজ হয় কি না। হতেও পারে। তবে শুধুমাত্র Facebook গ্রুপের সাজেশান আর YouTube ভিডিও দেখে যদি সত্যিই সব লেভেলের student এর কাজ চলত,তবে তো টিচার-ট্রেনারদের কোন প্রয়োজনই ছিল না। আপনার লেভেল কি, skill ঠিক কতটুকু, কোথায় কতখানি শ্রম দিতে হবে, সেটা কি আপনাকে ফেইসবুক গ্রুপের মেম্বাররা বুঝে দেবে? দেয়া সম্ভব? আপনার Writing এর evaluation করা, সমস্যাগুলো ধরিয়ে দিয়ে সমাধান দেয়া, সেইসব কি ইউটিউব ভিডিও পারবে? আপনাকে Speaking এর যাবতীয় tricks শিখিয়ে তার test নেবে কে, fluency, accuracy, pronunciation এগুলো হাতেকলমে কে শেখাবে? এই সব কিছুর জন্য অভিজ্ঞ ট্রেইনারের guidance প্রয়োজন৷ শুধু online resource দেখে নিজে নিজে skill develop করে পড়ালেখা শেখা গেলে স্কুল-কলেজ-ইউনিভার্সিটি- ট্রেইনিং সেন্টার সব কবেই বন্ধ হয়ে যেত, টিউশানিরও দরকার পড়ত না স্কুল কলেজের বাচ্চাদের। আপবি একবার নিজে ভেবে দেখুন কথাগুলো ঠিক কি না।
আমার তো IELTS score দরকার। শুধু IELTS course করলে হবে না?
অবশ্যই হবে। তবে, আপনার English এর foundation ভালো না থাকলে যা হবার প্রবল সম্ভাবনা থাকবে তা হলো- আপনি একবার IELTS পরীক্ষা দিয়ে ভাল score না করলে আপনাকে ২২,৫০০ টাকা নষ্ট করে আবার পরীক্ষা দিতে হবে। সেটা না করে আপনি আমাদের ৩০ ক্লাসের Foundation/Pre-IELTS কোর্সটা করে পুরো preparation নিয়েই পরীক্ষা দিতে পারেন। এতে আপনার spoken, fluency, accuracy ইত্যাদি এগুলোর skill বাড়বে, যা পরবর্তীতে IELTS Speaking এর score বাড়াতে সাহায্য করবে। Phonetics এর ক্লাস করলে আপনার Listening score ভাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং freehand writing এর ক্লাসগুলো IELTS standard এর বাক্য তৈরি করতে আপনার কাজে লাগবে। শুধু IELTS কোর্স করতে ১৪,০০০ টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, সাথে আর মাত্র ৪ হাজার টাকা অতিরিক্ত বিনিয়োগ করলে আপনি নিশ্চিতভাবে যে শুধু IELTS score boost করতে পারছেন তা নয়, বিদেশে গিয়ে ভাল একটা চাকরী পেতে হলে ও native speaker দের সাথে communicate করতে চাইলে তারও নানানরকম উপায় শিখতে পারছেন, language skill develop করতে পারছেন।
কোর্স শুরু করার পর আমাকে আর কোন টাকাপয়সা খরচ হবে কি না?
Offline-এ ১৪,০০০ টাকার পর আপনাকে আমাদের আর কোন ফি দিতে হবে না। আমাদের কোন রকম hidden charges নেই। কিন্তু মেইন IELTS পরীক্ষা দিতে British Council বা IDP Bangladesh এ registration fee জমা দিতে হবে।
-
IELTS Preparation [Offline]Original price was: ৳ 14,000.৳ 7,000Current price is: ৳ 7,000.
Level 1 (Foundation level): এখানে থাকছে IELTS এর জন্য অপরিহার্য Paraphrasing, Skimming, Scanning, Sentence making & Sentence Breaking and Combining | (Total- 6 Classes)
Level 2 (Speaking Module…