স্পোকেন ইংলিশ এর এটুজেড বইয়ের মোড়ক উন্মোচন
তরুণ ও বিভিন্ন পেশাজীবীদের জন্য ইংরেজী শিক্ষায় স্কিল ডেভলপমেন্টের জন্য রচিত বই ‘স্পোকেন ইংলিশ এর এটুজেড’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো.সবুর খান।
সবুর খান বলেন, আমাদের মধ্যে সব সময় চ্যালেঞ্জিং মানসিকতা ও উদ্যোক্তা মানসিকতা থাকতে হবে। কেউ যদি নেগেটিভ চিন্তা করে তার সব কিছু নেগেটিভই হবে। বৈশ্বিক নাগরিকত্বের জন্য ইংরেজি জানা দরকার। ভালো ইংরেজি না জানতে সোশ্যাল মিডিয়াতে ভালো যোগাযোগ করা যাবে না। এ জন্য সবার ইংরেজি জানা প্রয়োজন।
বইটির লেখক সাব্বির সরকার বলেন – বিশ্বায়নের এইযুগে ঘরে বসেই ইংরেজিতে যোগাযোগে দক্ষতা বাড়িয়ে স্কুল কলেজে,বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বা চাকুরীজীবী যে কেউ নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। দেশের বাইরে গিয়ে যে কেউ ইংরেজিতে কমিউনিকেশন করতে পারবে এই বইয়ের মাধ্যমে।
বর্ণপ্রকাশের কর্ণধার প্রকাশক মো.সাইদুর রাহমান জানান- ইংরেজি বলাটা ইংরেজির মত শিখতেই এই বই। বইটি আমরা দেশের সবখানে পৌঁছে দিতে চাই। কারণ এটা এক কোটি শিক্ষার্থীর জন্য অতীব প্রয়োজনীয় বই।
অপরদিকে ইংলিশ এ টু জেড এর চেয়ারম্যান তৌফিকুল ইসলাম বলেন – একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বইটি বেশ কার্যকারী মনে করি ।
বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার বর্ণপ্রকাশের ২৭৫ নাম্বার স্টলে।