মেলায় সাব্বির সরকারের ইংরেজি শেখার বই
ইমেলায় এসেছে সাব্বির সরকারের লেখা ‘স্পোকেন ইংলিশ এর এ টু জেড’ নামের একটি বই।
বর্ণপ্রকাশের ২৭৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। ইংরেজি ভাষা নিয়ে ছাত্র-ছাত্রী, পেশাজীবী, ব্যবসায়ী বা প্রবাসীদের যে জায়গায় বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেসব বিষয় যথাযথভাবে তুলে ধরে তার ব্যাখা ও প্রয়োগ উঠে এসেছে এই বইয়ে।
সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামেলির চেয়ারম্যান মো.সবুর খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইংলিশ এ টু জেড এর চেয়ারম্যান তোফিকুল ইসলাম, বর্ণপ্রকাশের কর্ণধার প্রকাশক মো.সাইদুর রাহমান, লেখক সাব্বির সরকার ও প্রকৌশলী মো. ইসরাফিল।