১. LIVE Commentary : আমাদের সবারই কমবেশি ১০-১৫ মিনিট রাস্তায় বিভিন্ন যানবাহনে সময় চলে যায়। তখন আমরা হেডফোনে শুধু গানই শুনি। এর পরিবর্তে আমরা আশেপাশে যা হচ্ছে তার live commentary করতে পারি। আশেপাশে যত ব্যক্তি/বস্তু, তাদের চলনভঙ্গি, তাদের কার্যক্রম, তাদের পোশাক পরিচ্ছদ, আশেপাশের সব কিছুর রঙ, আকার এগুলো নিয়ে বাক্য তৈরি করতে পারি। অনেকটা খেলার ধারাভাষ্যের মত। খেলায় কে বল করছে, কিংবা কে ব্যাট করছে সেটা না, বরং আশেপাশের সবকিছু নিয়ে ধারাভাষ্যকারেরা ধারাভাষ্য দিয়ে থাকেন ঠিক তেমন। এটা করতে পারলে আমাদের চিন্তাটা ইংরেজিতে আরো develop করবে।
২. Practice with Partners & Self Practice : প্রথম এক মাস বাক্য বানানো ভুল কিংবা সঠিক হোক, আমাদের কমপক্ষে ৫ মিনিট প্রতিদিন কারো সাথে ইংরেজিতে কথা বলার চর্চা করতে হবে। প্রথম ৩ মিনিট সারাদিন কী করলেন, ১.৫০ মিনিট করে ৩ মিনিট দুইজনে বললেন। আর বাকি ২ মিনিট বর্তমান কোনো issue, খেলার খবর বা যে কোন হাস্যকর অথবা গুরুত্বপূর্ণ ব্যাপারে নিজেরা আলোচনা করতে পারেন। এর জন্য দুইয়ের অধিক speaking partner থাকা ভালো, যাতে কেউ ব্যস্ত থাকলেও আপনি প্রতিদিন কমপক্ষে ১ জনের সাথে চর্চা চালিয়ে যেতে পারেন।
শব্দ না করে মনে মনে আপনার চারপাশে যা আছে বা যা ঘটছে তা নিয়ে ছোট ছোট শব্দ তৈরি করতে পারেন। রাতে সবাই ঘুমিয়ে গেলে নিজের সাথে নিজে সারাদিন কী করলেন সেটা অল্প শব্দে ইংরেজিতে বলে ফেলতে পারেন বা বলতে বলতে ডায়েরিতে লিখে ফেলতে পারেন। আপনার সারাদিনে কিছু কিছু কর্মকাণ্ডকে ইংরেজিতে পরিবর্তিত করতে পারেন, যাতে একসময় ইংরেজিটা আপনার অভ্যাসে পরিণত হয়। ইংরেজি কোন পত্রিকা দেখে মনে মনে পড়তে পারেন। ইংরেজি চিন্তা করা বাড়ালে আমরা একসময় ইংরেজিতে স্বপ্নও দেখতে পারব।
৩. L&R Method : আপনি চাইলে বাসায় বসেই English Native Speakers দের কথা ১ বার শুনে ২/৩ বার repeat করতে পারেন। এতে আপনার Sentence pattern, Vocabulary ও Pronunciation তিন ক্ষেত্রেই ভালো উন্নতি হবে।
L&R practice করার Website ও YouTube Channels : BBC Sounds, BBC Learning English, TED Talk, Cartoon : Peppa Pig Sarah & Duck
I am Sabbir Sarkar, an expert Spoken English Fluency Guide, a Pro English Speaker & a British Pronunciation Coach. I train 3000+ students every year to improve their spoken English Accuracy and Fluency. I am teaching English Language for the last 12 years.
চতুর্থ নোট পড়ার আমন্ত্রণ রইলো
যারা online এ আমার ১টা ফ্রি ক্লাস করতে চান নিচের লিংকে এখুনি ক্লিক করুন – https://englisha2z.com.bd/product/online-spoken-english-course/